কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়ন বিষয়ে ছাত্র সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. ফিরুজুল ইসলাম, সিভিল সার্জন মঞ্জুর ই মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বরমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক মো. শহিদল্লাহ লিংকন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বৈষম্যবিরোধী ছাত্র কুড়িগ্রাম সমন্বয়ক নাজমুস সাকিব, ফারিহা তাবাসসুম অর্পি, শাহরিয়ার সৃষ্টি, প্রভা, সৌখিন প্রমুখ।
এ সময় আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামে ১৫ জুলাই, ১ আগস্ট, ৪ আগস্ট ও ৫ আগস্টে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সংঘটিত ঘটনায় কুড়িগ্রামের নিহত ৬ জন ও আহত ৫৯ জনের তালিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান নিহত ও আহতদের তালিকা সঠিকভাবে হয়েছে কিনা, কেউ বাদ গিয়েছে কিনা, অথবা বেসরকারি ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছেন তারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা। এ সময় ছাত্র সমন্বয়করা তালিকা দেখেন। তারা ও কর্তৃপক্ষ তালিকা যাচাই ও বাছাই করার জন্য সময় নেন।
টিএইচ